-নিতান্তই একান্ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মার্চ, ২০১৬, ১০:০৯:১১ রাত
বার্ষীক সাংস্কৃতিক প্রতিযোগীতায় ছড়া এবং কেরাতে অংশগ্রহণ করেছিল উমামা, সূরা ফাতিহা পাঠ করে তৃতীয় স্থান অধীকার করেছে। খেলাধূলায় ধূলো থেকে মার্বেল কুড়িয়ে সেখানেও তৃতীয় স্থান অধীকার করেছিল। প্রতিযোগীতা যখন চলছিল তখন মাইক ব্যাবহার করা হয়েছিল, প্রশাসন এসে মাইক এর ব্যাবহারে আপত্তি জানালে সাউন্ডবক্স দিয়ে দরজা জানালা বন্ধ করে শব্দ নিয়ন্ত্রণ করে অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে।
মাদ্রাসায় বার্ষীক মাহফিল এর আয়োজন থাকে প্রতিবছর তিন দিনের জন্য। শুনলাম গত কয়েক বছর হয়নি, এবার অনুমতি চেয়ে শুক্রবার একদিনের জন্য অনুমতি পাওয়া গেছে এবং শব্দ নিয়ন্ত্রণ এর ব্যাপারতো আছেই।
ইসলাম সংকোচন হয়ে যাচ্ছে। তবুও আশাবাদী। ইনডোর চর্চা হোক এবং যেটুকু হোক গঠনমূলক হোক, আউটডোর চর্চাতো অনেক হলো সাথে আগাছা পরগাছাও কম হলোনা, মাজার কমেনি, শিরক কমেনি। আল্লাহর কাছে প্রার্থনা রইল, নিরবে প্লাবন ধরিয়ে দাও..............
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন