- খান বাবু লেইট খান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৫৫:৪৪ সন্ধ্যা
লেইট করে উঠে খান অপিষে যান
পথে কতো জ্যাম ছিল অজুহাত পান।
রোজ রোজ বাহানার নেইতো অভাব
জানে সবাই খান বাবুর এটাই স্বভাব।
গতকাল মামা শ্বশুর আগামীকাল শালা
কেউ যানেনা কার কখন, মৃত্যুর পালা।
কতো জনে মরে যায় খান বাবু কাঁদে
কতো লাশ ফিরে আসে দুইদিন বাদে।
সকালে পানি নেই গ্যাস নেই চুলায়
খানবাবু লেইট করে চুলে হাত বুলায়।
যান যান আসুন এবার বসে দেয় ঝারি
প্রতিদিন লেইট করা ভীষণ বাড়াবাড়ি।
আজ হঠাৎ কি হলো খান বাবু ভাবে
সবাইকে চমকে দিয়ে ঠিক টাইমে যাবে।
আটটায় অপিষ শুরু সাতটায় হাজির
ঘুম ভেঙ্গে ঘড়ির কাটা নয়টায় স্থির।
অসুখ খুব বেশী তা নয়, কোন অজুহাতে অপিষ ফাঁকি দিয়েছি বলে মনে হয়না, আজ একটু আরলি চলে যাচ্ছি অস্বস্থি লাগার দরুণ, ঘুম দেব আচ্ছা করে............
বিষয়: বিবিধ
৯০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খান বাবু খানকি!
লেটকরে পান কি?
লেইট নিয়ে বেট খান
মন্তব্য করতে লগইন করুন