- দহন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩৬:১১ দুপুর
রাত যেমন দিন বোঝেনা
দিন বোঝেনা রাত
ধনী বোঝেনা গরীব রোদন
বোঝে অজুহাত।
ভরা পেট ক্ষুধা বোঝেনা
ক্ষুধা বোঝেনা সময়
থাকলে পয়সা কেউকি আর
পুষে রাখে প্রলয়।
মিরু বোঝেনা এক শালিকের
রাত জাগার গল্প
ভিরু বোঝেনা স্বপ্ন জয়ের
সাহস লাগে অল্প।
কেউ বোঝেনা কারো জ্বালা
পুড়ে সবাই একা
জ্বলেপুড়েই খাটি সোনা
মিছে হস্ত রেখা।
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষুধা বোঝেনা সময়
থাকলে পয়সা কেউকি আর
পুষে রাখে প্রলয়।
মন্তব্য করতে লগইন করুন