- গাড়ি কিনলে বাড়ী ফ্রি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:২৬:০৭ দুপুর
না লাগে ডিজেল
না লাগে পেট্রোল
অটোমেটিক চলে গাড়ি
অটো কন্ট্রোল।
দামটাও বেশী না
হাতের নাগালেই
চাইলেই কেনা যায়
হাত বাড়ালেই।
না লাগে ড্রাইভার
না লাগে হ্যাল্পার
রিমোটে চলে গাড়ি
চড়েনা ট্যাম্পার।
স্টক সীমিত
খেলনার গাড়িটা
সাথে আছে ফ্রি পাবেন
সুন্দর বাড়িটা।
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গাড়ি কিনলে বাড়ী ফ্রি
বাড়ি কিনলে গাড়ি
দুটো যদি থাকে হাতে
হবেনা ছাড়াছাড়ি
প্যাকেটটাও প্যাকেট করা
দেখবেন কি আর
গাড়ি কিনে বাড়ি ফিরোন
ওটাই দরকার।
বাড়ি গিয়ে প্যাকেট খুলুন
পেয়ে যাবেন বাড়ি
খোকাখুকু হাসি মনে
চালাবে সেই গাড়ি
মন্তব্য করতে লগইন করুন