- প্রশ্ন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩১:২৭ সকাল
আমরাযে রোজ
খেলতে যাই মাঠে
মাঠের উপর সবুজ ঘাস
চাদর বিছিয়ে রাখে।
গাছের যেমন প্রাণ আছে
ঘাসেরেতো আছে
টুম্পামনি প্রশ্ন ছুড়ে
তার বাবার কাছে।
ঘাসের উপর আমরা সবাই
খেলি মাড়িয়ে
কষ্টকি হয়না যখন
থাকি দাঁড়িয়ে?
ঘাসকি তবে কান্না করে
ধরে সারা রাত?
ঘাসের কান্না শিশির হয়ে
হয় কি সুপ্রভাত!
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারণ হয়েছে ৷ ধন্যবাদ ৷৷
মন্তব্য করতে লগইন করুন