- অধিকার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:১৯:৩৭ রাত

মুনিয়াকে খেলনাগুলো দিয়ে ভেবেছিল হাতের কাজটা সেরে নেবে পাপিয়া। একটু পরে সেও কিচেনে ঢুকে এটা ফেলছে, ওটা নাড়ছে, এ্য এ্য এ্যা হাতে আবার ছুরি নিয়েছে।

আবার এনে খাটে বসিয়ে দিল তাকে। এইযে দেখ বই খাতা। তুমি পড়ো শোনা, আম্মু হাতের কাজটা সেরে তোমাকে নিয়ে ছাদে ঘুরতে যাবো, ঠিক আছে?

প্লাষ্টিক মোড়ানো বইট ছিড়তে একটু কষ্ট মনে হলো মুনিয়ার কাছে, তার চাইতে খাতা ছেড়া সহজ। ড্রেসিং টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে বাবার সাথে কথা বলার চেষ্টা করলো সে, হ্যালো, পাপাই, আসো.................

কি বার্টন টিপতে টিপতে দু'এক জায়গায় ক'লও চলে গেছে আবার কেটেও গেছে। কেমন করে যেন পাপাই এর ছবিও চলে আসলো আবার। তারপর গগণবিদারী কান্না।

কি হলো ভেবে দৌড়ে আসল পাপিয়া, এসে দেখে পাপাই এর ছবি দেখে কাঁদছে মেয়ে। এমন সময় এলো পাপাই এর ফোন

- হ্যালো, তুমি কি কল করেছিলে?

- কই নাতো!

- করেছিলেতো, আমি রিসিভ করলাম, সাড়াশব্দ নেই আবার কেটে গেল।

- তাহলে মুনিয়ার কাজ হবে, ড্রেসিং ট্যাবল থেকে মোবাইল নিয়ে খেলছিল, আর তোমার ছবি বের করে কাঁদছে, তোমার জন্য। থামানো যাচ্ছেনা, তুমি চলে এসো আজ, অপিষ করতে হবেনা, মেয়েকে কোলে নিয়ে বসে থাকবে, হা হা হা..

- আচ্ছা ঠিক আছে, অপিষ শেষে আজ আর কোথাও যাবনা, সোজা বাসায় চলে আসবো

- তাহলে বাজার কে করবে শুনি? ফাঁবিকাজি চলবেনা, আমার বাবার বাড়ীর লোকজনদের দাওয়াত দিয়েছি তাই তোমার বাজার না করার ফন্দি, সবই বুঝি।

- ও তাইতো, আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে....

কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে মুনিয়া। পাপিয়া গেল কিচেনে।

রাতে অপিষ থেকে এসে ফ্রেস হয়ে মুনিয়াকে কোলে নিয়ে বসল মিনহাজ। পাপার জন্য কান্না করেছো আজ?

আম্মুর মোবাইলটা আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিল মুনিয়া।

দেখি তোমার মোবাইলটা দাও দেখি, পাপার কোন ছবিটা দেখে কাঁদলো আমার সোনামনিটা।

ছবিটা বের করতেই আবার কান্না শুরু। কাঁদছো কেন মা মনি, এইতো পাপাইতো আছি তোমার কাছে

মুনিয়া কাঁদতে কাঁদতে ছবিতে দেখিয়ে দিল, ছবিতে পাপার সাথে তার কাজিন ইশফিকার দিকে। পাপাই কেন ইশফিকাকে কোলে নিয়েছে তার জন্য এই কান্না। পাপাই শুধু মুনিয়ার, সেখানে ইশফিকা কেন আসবে......

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358756
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:২৭
বিবর্ন সন্ধা লিখেছেন : হা হা

আমরা ছোট থেকে ই হিংসুক Tongue Rolling on the Floor Good Luck
০৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৪১
297583
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Happy Happy
361346
০৫ মার্চ ২০১৬ রাত ০১:৩৩
আশাবাদী যুবক লিখেছেন : টিপিকাল ছোট্ট বাবু
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৩১
299461
বাকপ্রবাস লিখেছেন : ছোট ভাই এর মেয়ে ওয়াজিহা, ওর বাবার খুব ভক্ত, মোবাইলে ছবি দেখলেই হলো, বাবা যদি অন্য কাউকে কোলে নিয়েছে কান্না শুরু, বিশেষ করে আমার মেয়ে উমায়রা তার চাইতে ছোট তাই উমায়রার সাথে ছবি আছে, সে ছবিগুলো দেখে আর কান্না করে, সেদিন শুনলাম নিজের ছবি দেখে কাঁদছে, কোলে নিয়েছে কেন? আসলে ছবিটা তার আরো ছোট বেলার, নিজেকে চিনতে পারেনাই হা হা হা
361423
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪৫
আশাবাদী যুবক লিখেছেন : হাহাহা
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০২
299564
বাকপ্রবাস লিখেছেন : Happy Happy Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File