- একটা কাক একা থাক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:১৫:১১ দুপুর
একটা কাক কা কা
ডেকে যায় একা একা
তারও কি লাগে ফাঁকা
একাকি জীবনটা
কোথায় গেল সঙ্গী তার
কেন তার হাহাকার
আসবে কি আসবেনা আর
হবে নাকি আবার মিলনটা।
যায় যায় চলে যায়
মিরুরা চলে যায়
অন্য কোথাও আবার হায়!
জুড়িয়ে যায় নতুন প্রেম
না না হচ্ছেনা
এভাবে চলছেনা
কারো চোখে পড়ছেনা
একা পুড়ে মরছে শ্যাম।
থাক থাক একা থাক
কাক তুই একা থাক
নেবেনা আর জীবনের বাঁক
নিয়ে থাক প্রেমিক মনটা
যাক যাক চলে যাক
ঝাকে ঝাকে চলে যাক
চলে গিয়ে ভালো থাক
হোক তায় হবার যেমনটা।
একটা কাক ডাকতে থাক
ডাকতে থাক একটা কাক
কা কা কাক কাক
তুলো দিক কানে সবার
যা যা ডেকে যা
একা একা থেকে যা
এভাবেই চলে যা
তাই হোক যা হবার।
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন