- ছড়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:২৯:৪৩ দুপুর

কিছু ঝাল টক

কিছু বকবক

লিখি আমি ছড়া

মিষ্টি কিছু কড়া।


রীতা মিতা গীতা

কিছু ছড়া তিতা

কিছুর নাই স্বাদ

সীতার অপবাদ।

কিছু ছড়ার তাল

আছে গোলমাল

কিছু ছড়ায় হুল

কিছু বানান ভুল।


আছে কিছু ভালো

কিছু ভালো তালও

কিছু ছড়া ভাবায়

কাঁদায় আবার হাসায়।

আছে ভয়ভীতি

কিছু রাজনীতি

যদি কিছু হয়!

ছড়ায় আছে ভয়।


কিছু ছড়া সবার

কিছু শুধু আমার

কিছু তাই খাতায়

কিছু শুধু মাথায়।

ছড়া আমার ঘুম

ছড়াতে পাই উম

ছড়াতেই তাই থাকি

করে মাখামাখি।


দিবানিশী তাই

ছড়ায় মজা পাই

উঠতে বসতে রোজ

চলে ছড়ার খোঁজ।

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358378
০৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ছড়ায় ছড়ায় বাড়াবাড়ি-
না হয় যেন ছাড়াছাড়ি Tongue
যদি দেখেন ঝাড়াঝাড়ি-
চোখটা রাখুন আড়াআড়ি ;Winking
ছড়ার মত ছন্দময়-
জীবনটা হোক, মন্দ নয়!! Cheer Rose
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৫১
299486
বাকপ্রবাস লিখেছেন : ছড়ায় ছড়ায় যাক দিন
ভালোমন্দে হোক রঙ্গীন
361400
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৯
আশাবাদী যুবক লিখেছেন : মাথার গুলাও লিখে ফেলেন!!!! ;Winking Tongue
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৫২
299487
বাকপ্রবাস লিখেছেন : গুতা মাইরা দেখি ঝরে কিনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File