- টুম্পামনি স্বপ্ন দেখে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:১৩:২২ সন্ধ্যা
টুম্পা নামের ছোট্ট খুকী
ইস্কুলেতে যায়
স্বপ্ন যে তার মানুষ হবে
ছোট্ট জীবনটায়।
পড়ালিখা করে সবাই
মানুষ হচ্ছে কই?
টুম্পামনি ভাবতে বসে
কেমনে মানুষ হই!
যুদ্ধ বিমান মারনাস্ত্র
মানবতার ক্ষয়
করে যারা মূর্খতো নয়
বিজ্ঞানী নিশ্চয়।
তাইতো টুম্পা মানুষ হবে
সেই শিক্ষার পরে
যে শিক্ষাতে নিজের জীবন
কাটবে পরের তরে।
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কওয়া যায়
দুইটাই করা যায়
আসলে জগতে শিক্ষিত আছে,
কিন্তু মানুষ কয় জনায়?
মন্তব্য করতে লগইন করুন