- টুম্পার ড্রয়িং খাতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জানুয়ারি, ২০১৬, ০৭:২৮:৪৮ সন্ধ্যা
চোখে দাও কাজল
নাকে নাকফুল
কপালে টিপ দাও
ছেড়ে দাও চুল।
উর্ণাটা মাথায় আর
টেনে দাও বুকে
পেন্সিল রংটা
থাক চিবুকে।
হাতে দাও চুরি
পায়ে দাও নুপুর
উঠোনে ধান দাও
সময়টা দুপুর।
চালে চড়ুই দাও
আর দাও কাক
দরজার একপাশে
বিড়ালটা থাক।
টুম্পার ড্রয়িং খাতায়
প্রকৃতি আর নারী
জীবন্ত হয়ে উঠে
রং তুলি ছাড়ি।
বিষয়: বিবিধ
৮৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন