- দুলাভাই (২)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জানুয়ারি, ২০১৬, ১১:৫১:৫৭ সকাল
শালীর মুখে ফুচকা
বিল দেবে দুলা ভাই
করে মুখ বুচকা
পিৎজা খেতে চায়!
পিৎজা আনা হল
মন তবু ভরেনা
দুলাভাই দু'টানায়
ভাব যেন ডরেনা।
কি খাবে বল দেখি
কোনটা খেতে চাও
ওয়েটার শুনে যাও
কি খাবে এনে দাও।
খেলে শুধু হবে নাকি
কতো কি কেনা বাকি
নিউ মার্কেট যাই চলো
কতো দেবেন আর ফাঁকি।
ক্রেডিট কার্ড পকেটে
সেইটাই ভরসা
দুলাভাই হেসে যায়
মনে তার বরষা।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবন কি আর আছে বাকি!!!
মন্তব্য করতে লগইন করুন