- দুলাভাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ জানুয়ারি, ২০১৬, ০৬:৩৬:২৩ সন্ধ্যা
শালা নাই
শালী নাই
দুলাভাই ডাকটাই
শুনতে মন চায়।
সন্ধ্যা সাতটায়
সেইদিন রাস্তায়
চৌরাস্তার মোড়টায়
ডাকটা শুনতে পাই।
দুলাভাই দুলাভাই
এইযে এদিকটায়
আশেপাশে কেউ নাই
হয়ে গেল ছিনতায়!
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই কোন ডুলাবাই ও নাই
আপচুচ ফর ডুলাবাই ঠুককু দুলাভাই )
দুলাভাই ডেকে দিলো বাঁশ!!!
মন্তব্য করতে লগইন করুন