- টুম্পা এবং কান্না
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জানুয়ারি, ২০১৬, ০২:১৭:৩৪ দুপুর
ঘুম থেকে উঠে টুম্পা কান্না দিল জুড়ে
তার নাকি খেলনাপাতি নিয়ে গেছে চোরে।
দিয়ে গেছে এইযে দেখ পুতুল ঘোড়া হাতি
খোয়া যায়নি কোন কিছুই আসবাব কিংবা ছাতি।
টুম্পার আবার কন্না শুরু কারন নেই জানা
স্নিগ্ধা নাকি বলল তাকে এক চোখা কানা
আচ্ছা তবে বকে দেব বলে যদি আবার
বিছানাটা ছাড়ো এবার আছে মজার খাবার।
আবার ছাড়ে কান্নার সুর কে ঢেলেছে পানি?
ভেজা কেন জামার নিচে ঘুমিয়ে ছিলাম আমি।
তাই নাকি দেখি দেখি দেখ দেখি কান্ড
কে করেছে এমন কাজ অকাল কুস্মান্ড!!
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই শীতে হিসু !!!
কাননা তো করার ই কথা :D/
মন্তব্য করতে লগইন করুন