- আলোর খোঁজে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জানুয়ারি, ২০১৬, ০৩:০৬:৪৬ দুপুর
শ্রেণীকক্ষে তালা শিক্ষক নিচ্ছেনা ক্লাশ
ছাত্ররাজনীতি মানে অস্ত্র ঠুসঠাস।
সরকার বলছে থাক কি হয় দেখা যাক
সেশানজটে পড়তে পড়তে ছাত্র ছেলের বাপ।
নাইতো দেখার কেউ, কেউ নাই দেখার
জুতোর তলা ক্ষয় করে মরে কতো লক্ষ বেকার।
শিক্ষিত হচ্ছি ঠিকই মানুষ হচ্ছি কই!
মানুষ হলে উঠতে বসতে কেন এতো হৈ চৈ।
নিয়ম নীতি নাই কোনখানে আজ
ঘুষ না দিলে তবে হয়না কোন কাজ।
সচিব শিক্ষক মিলে পদবীতে ঠেলাঠেলি
হিসেবে কার কম পড়েছে পাউরুটিতে জেলি।
ঘরে ঘরে চাকুরী কেবল প্রতিশ্রুতি
আর কতোকাল চলবে এমন মিথ্যে খুনসুটি।
দলে দলে দলাদলি আর বিবেকের হয়েছে শ্রাদ্ধ
সুশীল মানে নুন খেয়ে গুণ গাইবার এক বাদ্য।
সাগর রুনি গেছে, ইটিভি চ্যানেল ওয়ান
আসবেকি ফিরে আর সেই সাতান্ন জোয়ান।
দেশ এগিয়ে যাচ্ছে বিজ্ঞাপনের জোয়ার
গাইতে গাইতে মিডিয়া আজ রাম ছাগলের খোয়াড়।
বলছিতো রোজ রোজ গানে কিংবা ছড়ায়
কোথাকার পানি জানিনা কোথায় গিয়ে গড়ায়।
জীবনবাজী রেখে বলছি শেকলে বাঁধা দেশ
নড়েচড়ে জেগে উঠুন হবার আগে শেষ।
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন