- ভালোবাসি ভালোবাসি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৬, ০৬:৫৯:৩২ সন্ধ্যা
সাত সমুদ্র জলরাশী
হয়তো কম কিংবা বেশী
এক আসমান তারার হাসি
ভালোবাসি তোমাকেই ভালোবাসি।
না পাওয়ার বেদনায়
আকাংখা আর চাহিদায়
বিনিদ্র রাত্রি নির্জনতায়
ক্ষুদার যন্ত্রণায় কিংবা ভীষণ তৃষ্ণায়
সব ভুলিয়ে দেয় তোমার হাসি
ভালোবাসি তোমাকেই ভালোবাসি।
দৈনন্দিন টুকিটাকি
কিছু কথা বলার বাকি
আসি বলে যাবার ফাঁকি
যাবার কালে অশ্রু আঁখি
হাজার দুঃখ একটু সুখ মাখামাখি
পাতে নিয়ে ভাত থেকো উদাসী
ভালোবাসি তোমাকেই ভালোবাসি।
বিষয়: বিবিধ
৮৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন