- দেয়ালে ঠেকলে পিঠ..
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ জানুয়ারি, ২০১৬, ১১:৩০:২০ সকাল
ফুটবল গেছে ব্যকফুটে ক্রিকেটের জোয়ারে
সরকার যখন মারকুটে সুশীলরা খোয়াড়ে।
খাজনা দেবনা চিরকুটে গায় জোর গলায় গান
আগ্রাসনে বারবার ফোসেছে এই বাংলার প্রাণ।
বায়ান্নতে যায়নি করা প্যাকেট বন্দি
সালাম রফিকদের রক্ত রুখে দিয়েছে ফন্দি।
একাত্তুরে আবার ফুটলো যখন কড়াই
এই বাংলা জানে জীবন বাজির লড়াই।
দু'হাজার পনেরোতে এসে বলবো কি আর
রক্তে কেনা স্বাধীনতায় নাই ভোটের অধীকার
লুংগিতে দিযেছি গীট আবার লাগুক রক্ত যতো
এই বাংলা প্রাণ দেবে তবু হবেনা পদানত।
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কলমের আগুনে ওদের ডানা পুড়ুক-
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন