- বসন্তে ডাকে কুকিল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ জানুয়ারি, ২০১৬, ০৬:৪৭:২৬ সন্ধ্যা
শীম পাতায় রোদের মায়া বাতাসে ফুল দোলে
উঠানে ছড়ায়ে ধান গুনগুনিয়ে গায় গান
বন্ধুর বাড়ী ওপারে শঙ্খ নদীর কুলে।
নদীর পানি কলকল নৌকার পাল তুলে
মুখে দিয়ে মিষ্টি পান মাঝি গায় বন্ধুর গান
আলতা স্নো লাল ফিতা বাঁধবা নাকি চুলে।
নারিকেলের পাতায় পাতায় বাবুই বাসা ঝুলে
ঠোটে আনিয়া খড় বাঁধে আপন ঘর
বেনারশি শাড়ী ব্লাউজ যতনে রাখি তুলে।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন