- টুম্পার মনে প্রশ্ন জাগে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জানুয়ারি, ২০১৬, ০২:২৪:২৬ দুপুর
পাখী কেন উড়তে পারে
পানির নিচে মাছ
কাটলে তবু উহ্ বলেনা
দাঁড়িয়ে থাকে গাছ।
ধনীর কেন নাই অভাব
গরীব পায়না খাবার
জাতে জাতে বিভেদ করে
যুদ্ধ বাঁধায় আবার।
ধর্মে ধর্মে হয়না মিলন
সাদা আর কালো
হিংসে কেন পরের হিতে
নিজের হলে ভালো।
এমন হাজার প্রশ্ন রোজ
টুম্পার মনে খেলে
সব প্রশ্নের জবাব কি আর
খুব সহজে মেলে?
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রশ্ন থাকলে বলেন
উত্তর কিন্তু গুম হবে
সেইটা জাইনা রাখেন
তবুও সুখের কমতি নাই
নাই তবুও মজা পাই
মজার তবু শেষ নাই
মন্তব্য করতে লগইন করুন