- আহা সুন্দর নির্বাচন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৯:০০ দুপুর
ভোট দিতে গিয়েছিলাম
গিয়ে দেখি নাইরে
জাল ভোটের চলছে ধুম
কেমন ভোট ভাইরে।
কেন্দ্রে চলে গুলাগুলি
লুটালুটি হচ্ছে বেশ
ইসি বলে ঠিক আছে
অসাম সুন্দর পরিবেশ।
সরকারী দল যথারীতি
আছে খোশ প্রমোদে
চ্যানেল ঘুরে তাদের পিছু
রিপোর্ট করে আমোদে।
ভোট কেন্দ্রে গিয়েছিলাম
কতো আশা করে রে
জাল ভোট হয়ে গেছে
আশা গুমরে মরে রে।
ইসি বলে ঠিক আছে
আহা সুন্দর নির্বাচন
একেই বলে সুষ্ঠু ভোট
গণতন্ত্র নির্বাসন।
বিষয়: বিবিধ
৯০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন