- ত্রিমিলয়ন হাংগামা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ ডিসেম্বর, ২০১৫, ০২:৫৭:২১ দুপুর
ভুলতো ভাই হতেই পারে শুধরে নেয়া মহৎ কাজ
সেই ভুলটা ধরিয়ে দিতেই যাচ্ছো বনে মামলাবাজ।
একটা ভুল ঢাকতে গিয়ে হাজার ভুলের সূত্রপাত
লগীবৈঠার চেলাপুষে হৈ হাংগামা আর মূত্রপাত।
ইতিহাস কইবে কথা আজ নাহোক দুদিন পর
সত্যকি আর রইবে চাপা দেখাও যতো হামলা ডর।
ভুলতো ভাই হতেই পারে স্বীকার করা মহৎ কাজ
তবেই লোকে মান্য করে বলবে তোমায় মহারাজ।
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন