পলাশীর মীথ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫০:৪৪ দুপুর

জান বাজি রেখে যারা যুদ্ধ করেছিলেন

তারাই আজ রাজাকার মস্ত বড় ভিলেন।

সেদিন যারা ওপার গেছে কিংবা এপারে

বেতন ভাতায় অনুগত পাক দরবারে

তারাই আজ মহানায়ক যোদ্ধা নাম্বার ওয়ান

হেন করেংগা তেন করেংগা মস্ত পালোয়ান।


সেদিন যাদের জন্ম হলো পাকসেনাদের ছায়ায়

তারাই আজ দিচ্ছে সবক তুইতোকারি ভাষায়।

পলাশীতো খুব দূরে নয় আড়াইশো বছর মাত্র

মীরজাফর আর ঘষেটিরা ছিল ইংরেজ পাত্র

ক্ষমতার লোভে দেশটাকে তায় দিয়েছিলে বেঁচে

সেই পলাশী আবার আমরা আনছি টেনে যেচে।


বিষয়: বিবিধ

৯১৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355403
২৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনার কলম আরো শাণিত হোক!!!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৯
295341
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম, এবং আপনাকেও খুব করে ধন্যবাদ
355405
২৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১১
ইয়াফি লিখেছেন : ভালো লাগলো
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৯
295342
বাকপ্রবাস লিখেছেন : খুব কইরা ধন্যবাদ রইল
355438
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা যে সেই দুর্ভাগা দেশেরই লোক!
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫০
295344
বাকপ্রবাস লিখেছেন : দেশ আর আমগো নাই মীরজাফরে ভইরা গেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File