কন্যা বিদায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪২:৪৮ রাত
হলুদ নাই ঘরে
রাঁধবো কি দিয়া
আজ কন্যার গায়ে হলুদ
কাল কন্যার বিয়া।।
রাধা যাবে কৃষ্ণের ঘরে
কৃষ্ণের দোলে হিয়া
আজ কন্যার গায়ে হলুদ
কাল কন্যার বিয়া।।
যে ঘরে হাসি কান্নায়
উঠলো কন্যা বেড়ে
আজ বাদে কাল কন্যা
যাবে ঘর ছেড়ে।
কাঁদে মা, কাঁদে বাবা
ঢুকরিয়া ঢুকরিয়া
আজ কন্যার গায়ে হলুদ
কাল কন্যার বিয়া।।
কন্যা সাজিল
আজ কন্যার হলুদ শাড়ী
কাল শাড়ী লাল
কন্যা সাজিল
বিউটি পার্লার গিয়ে কন্যা
রাঙ্গাইলো ঠোট গাল।
কোর্মা পোলাও খাইল সবাই
জর্দা পানে দিয়া
আজ কন্যার গায়ে হলুদ
কাল কন্যার বিয়া।।
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে কন্যাও ঘরে থেকে গেল আর সাথে নতুন ছেলে(জামাই)ও পাওয়া গেল
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন