- মানুষ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫০:৩৮ দুপুর
মানুষ হওয়া নয়তো সহজ ভাবছো মানুষ নিজেকে
শরীর গড়ন মানুষ সবাই আসল মানুষ বিবেকে।
নিজকে আপন করে শুধু নিজকে নিয়েই থাকে যে
মানুষ নামের জড় বস্তু নয়তো কোন কাজের সে।
চোরও মানুষ ডাকাতও মানুষ কিংবা মানুষ ঠকবাজ
আসলেই কি মানুষ তারা ঘুষের টাকায় হয় রাজ!
ভাবছি এবার মানুষ হবো ইচ্ছে মনে প্রাণে যে
কোনদিকে যায় ছয়টা পথ ছয় দিকেই টানে যে।।
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইবার একটু মানুষ হ'!
মন্তব্য করতে লগইন করুন