বুড়ো খোকা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ডিসেম্বর, ২০১৫, ১০:০৩:০২ রাত
একাত্তরে আটকে গেছে সব
সামনে শাপ পেছনে অভিসাপ
কোনদিকে যাই ডানে নাকি বামে
কোন দিকে মিলাই খাপে খাপ। ইতিহাসের চলছে নতুন পাঠ
লিখছে সবাই যে যার মতো করে
পেছনে তাকানো নিষেধ সামনেও না
লিখতে না চাইলেও লিখায় ঘাড় ধরে।
ওরে বাবা! বাবা ছাড়া হয়কি সন্তান
বুঝলাম তবে মান্য করো খুব
তাই বলেকি নাওয়া খাওয়া ছেড়ে
হুস হারিয়ে বেহুস থাকবি উজবুক।
ওই দেখ আকাশে ঘন মেঘ
বৃষ্টি হবার আগে ছাতা যোগাড় কর
নিজের ছাতা নিজেকেই ধরতে হয়
ভিজলে মিছে উঠবে ভীষণ জর।
বিষয়: বিবিধ
৮৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন