নিতান্তই একান্ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ডিসেম্বর, ২০১৫, ১২:১৬:৫৬ দুপুর
বড় ভাইয়া আর বাবা চাইছিল আমার মেয়েকে মাদ্রাসায় দেবে, আমি চাইলাম স্কুলে।
বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষাটাকে অনুৎসাহিত করা হচ্ছে এবং তাদের ইহকালিন ভবিষ্যৎ অনিশ্চিত আগেও ছিল এখন বেড়েছে আরো হাজার গুণে। নাই চাকরী, আর যেহেতু নৈতিক শিক্ষাটা মগজে ঢুকে যায়, না পারে দূর্ণীতি করতে, ধূকে ধূকে চলতে হয়। তার উপর এখন মসজিদে পর্যন্ত নজরদারীর ব্যাবস্থা, তার মানে ইমাম মোয়াজ্জিনও দলিয় ক্যাডার না হলে চান্স নেই।
মত পাল্টালাম। কারন হলো এখনই উত্তম সময় প্রজন্মকে মাদ্রাসায় দেবার, আমি প্রতিবাদ করতে পারলামনা কিন্তু বীজটা রোপন করে দিলাম, বাকিটা আল্লাহ ভরসা।
বি.দ্র. আমি এটাও চাইনা আামর প্রজন্ম জামাত হেফাজত তবলীগ ইত্যাদি সরাসরি করুক। বাকীটা তাদের মর্জী, তাদের বুঝব্যাবস্থায় যেটা সত্য মনে হবে সেটা করবে। আমার কাজ হাতে খড়ি এবং আল্লাহর কাছে দোয়া চাই যেন অন্তত মানুষ হয় হাসিনা নয়।
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমন আছেন গুরু?
মন্তব্য করতে লগইন করুন