- আগুন আগুন খেলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৮:০৯ দুপুর
তুমি পুড়েছো বুক
আর আমার চোখ
পেশারকুকার খুলতে গিয়ে
তসলিমার দূর্ভোগ।
খুলতে জানোনা কুকার
বুকের পর্দা ঠিকই
খুলতে তোমার নেইতো দ্বিধা
আধা কিংবা সিকি।
ছুড়ে ফেলেছো বস্ত্র
আগুন লেগেছে তায়
আগুন নিয়ে খেলতে খেলতে
তসলিমা পুড়ে ছায়।
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন