- ভিক্ষা চাইনা রাজা সুশাসন চাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ নভেম্বর, ২০১৫, ১২:১১:২৫ দুপুর
রাজার কাছে চাইতে পারো ধন
ভিখেরীর কাছে চাইবে কোন জন!
যে নিজেই চলতে ফিরতে মাগে
পারলে কিছু দাও তার ভাগে।
রাষ্ট্রপতি প্রাণভিক্ষা চাইনা তোমার কাছে
তোমার কি আর দেবার সাধ্য আছে !
ন্যায় বিচার আর সুশাসনটাই চাই
ওটা পেলে ফাঁসিতে ভয় নাই।
আজকে যারা পড়ল ফাঁসির মালা
তবু যাদের জুড়ায়নি মনো জ্বালা
দু’দিন বাদেই দেখে নিও তবে
এই ভূখন্ডে সত্যেরই জয় হবে।
ইতিহাসের পাতা খুলে দেখ
নবী রাসূল জীবন থেকে শেখ।
যুগে যুগে এমনইতো হয়
সত্যসুন্দর এর হয়না পরাজয়।
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাকা-মুজাহিদ ট্রাই করতে পারতেন ।
চমৎকার কবিতা৷
অনেক ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন