# আহ্ ব্যথা উহ্ ব্যাথা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ নভেম্বর, ২০১৫, ১২:৫৮:০০ দুপুর
হাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা
ব্যথা গিরায় গিরায়
মনে ব্যথা প্রাণে ব্যথা
ব্যথা শিরায় শিরায়।
আহ্ ব্যথা উহ্ ব্যথা
দেখো সাবধানে
মাথায় ব্যথা বুকে ব্যথা
ঠিক মাঝখানে।
হাতে ব্যথা পায়ে ব্যথা
হাটা চলা দায়
উঠতে ব্যথা বসতে ব্যথা
বল কোথা যায়!
আছে আছে ব্যথার ঔসুধ
পাড়ার গলির মোড়ে
একটা বড়ি খেলে নাকি
ব্যথা যাবে উড়ে।
নাই চেম্বার ডাক্তার সাহেব
নাইতো লিখাপড়া
ব্যথার ঔসুধ আবিষ্কারক
ভীষণ নাকি কড়া।
বোকার দল কিনতে থাকে
ব্যথা সারবে বলে
বাড়ে ব্যথা আশায় থাকে
যাবে কখন চলে।
নানার ব্যথা নাতির ব্যাথা
সারেনাতো আর
জাতির ব্যথা তথৈবচ
তেমনই সরকার।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতির ব্যথা তথৈবচ
তেমনই সরকার।
মন্তব্য করতে লগইন করুন