খাজা....

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ নভেম্বর, ২০১৫, ১১:৪৯:৩২ সকাল



প্রথমেই বলে রাখি ইউটিউব দেখে কয়েকটা ফর্মূলা থেকে যেভাবে ইজি হয় সেভাবে করেছি, একটা সমস্যা পেয়েছি সেটা হলো কুড়মুড়ে ভাবটা বেশী থাকছেনা, সেটা করার জন্য অভিজ্ঞজনরা নিজেদের ফর্মূলা চালিয়ে দেবেন।

ময়দা দুই কাপ নিয়েছি ৩৫০ গ্রাম হয়েছিল

ঘি দিয়েছি ৫০এমএল, গরম করে তরল করে নিয়েছি

১৫০এমএল মতো পানি লেগেছে

েডা বানিয়ে রেখে দিলাম ৩০মিনিট ঢেকে। ডো বেশী নরম বা শক্ত হবেনা, আমারটা একটু বেশী হার্ড হয়ে গিয়েছিল তাই একটু কম ফুলেছে মনে হয়।

এক বড় চামচ ঘি আর সম পরিমান ময়দা মিক্স করে বিট করা হয়েছে

বড় রুটি বানিয়ে উপরে মিক্সারটা দিয়ে গোল করে একপ্রান্ত থেকে গুটিয়ে আনা হয়েছে। পাটি যেভাবে এক প্রান্ত থেকে গুটানো হয় সেভাবে

তারপার একইঞ্চি করে কেটে নিলাম। সেটাকে কাটা অংশটা দুইপাশে (ডানেবামে) রেখে উপরে একটু বেলে দিলাম, ছবির শেইপটা দেখুন।

ডুবু তেলে ভাজা, তারপর শিরাতে দেয়া। শিরাতে চিনি কম দিয়েছি কারন আমার চারপাশে কেউ মিষ্টি পছন্দ করেনা।





বিষয়: বিবিধ

৯১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350052
১৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ময়ানে তেল কম দিলে খাস্তা হয়।
১৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
290504
বাকপ্রবাস লিখেছেন : না দিলে কি হয়?Rolling on the Floor
350059
১৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : টিভি চ্যানেলগুলোর নজর এখনও আপনার প্রতি কেন যে পড়ল না, সেটাই বড় প্রশ্ন। ধন্যবাদ
১৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
290503
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File