- ভাঁড়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ অক্টোবর, ২০১৫, ০২:৩৮:১৪ দুপুর
রুচি বোধের অভাব হলে
গর্ব পোষাক-আশাকে
তুচ্ছ আর ব্যাঙ্গ করে
নিজ মায়ের ভাষাকে।
মুখে নানা রঙ মেখে
বদলাতে চায় রূপটা
দেখ দেখ আমায় দেখ
দেখাতে চায় সুখটা।
আসলে যার শূণ্য হাড়ি
হম্বিতম্বি তার বেশী
উদ্ভট সব হ্যায়ার কাটে
বুঝাতে চায় ভীনদেশী।
আত্ম ভুলে পরকে তুলে
সং সাজার খুব স্বভাব
বুঝে নেবেন রূচিবোধের
আছে তাদের খুব অভাব।
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন