- শিশুরা ছোট তাই

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ অক্টোবর, ২০১৫, ০৫:৩৭:৩৮ বিকাল



শিশুরা ছোট তাই তুলতুলে গাল

মাথা খায় ঘোরপাক মুখে দিলে ঝাল।

মিষ্টিটা ঠিক আছে খেতে চায় আরো

তিতা হলে ওয়াক করে, মারো ছুড়ে মারো ।

শিশুরা ছোট তাই প্রশ্ন হাজার

গল্পটা শুনতে চায় রানী আর রাজার।

পড়ালিখায় নেই মন খেলনা চায় আরো

বই খাতা ছিড়ে ছিড়ে মারো ছুড়ে মারো।।


শিশুরা ছোট তাই ধরে রোজ বায়না

এটা চাই ওটা চাই, না পেলে খায়না।

কেঁদেকেটে হয়রান কাঁদে আরো আরো

হাতের কাছে মিলে যাহা মারো ছুড়ে মারো।

শিশুরা ছোট তাই কতো কথা বলে

বড়রা না বুঝে দেয় কান মলে।

যতই বলো “না” তবু করে আরো আরো

কাঁচা আম মারো ঢিল মারো ছুড়ে মারো।


বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347046
২৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ছোট্টশিশুর কথা- সেটাই বোঝেনা-
কাণমলা তো বড়দেরই খাওয়া উচিত!!

তায় = তাই
২৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
288198
বাকপ্রবাস লিখেছেন : যাই, ঠিক করা চাই, "তাই"
347048
২৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
নাবিক লিখেছেন : পিলাচ
২৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
288199
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ
347053
২৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১০
শেখের পোলা লিখেছেন : শিশুদের ছোট পেয়ে যদি তুমি মারো,
পুলিশ তোমার কি করিবে তা জাননো?
২৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
288202
বাকপ্রবাস লিখেছেন : পুলিশ এর বন্দুকটা নেব আমি কেড়ে
যদি সে ভয় দেখায় আসে আবার তেড়ে
347066
২৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৫
এসো স্বপ্নবুনি লিখেছেন : খুব সুন্দর হয়েছে।
২৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫৬
288217
বাকপ্রবাস লিখেছেন : এসো স্বপ্নবুনিGood Luck
347067
২৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৬
দ্য স্লেভ লিখেছেন : আপনি আসলেই সাংঘাতিক সুন্দর কবিতা লেখেন। কয়েক কথায় শিশুদের বিষয়ে দারুন বললেনHappy
২৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫৬
288218
বাকপ্রবাস লিখেছেন : Tongue Surprised Praying Good Luck Good Luck Good Luck Good Luck
347073
২৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিশুর মায়েরা শিশুমি করে আরো!!
২৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫৭
288219
বাকপ্রবাস লিখেছেন : ওসব মায়েদের কথা ছাড়ো ছাড়ো ছাড়োTongue
347095
২৫ অক্টোবর ২০১৫ রাত ১২:৪৩
মামুন লিখেছেন : গুরু কেমন আছেন? কাছে দূরে যেভাবেই থাকিনা কেন, সাথেই আছি জানবেন। শুভরাত্রি।
২৫ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪৪
288258
বাকপ্রবাস লিখেছেন : হা হা মামুন ভাই অনেক দিন পর, কেমন আছেন, আছি আলহামদুলিল্লাহ ভালো, ২য় কন্যা সন্তানের ফাঁকিবাজি পিতা হলাম, তায় মুড ভালো আছে Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File