- কিচ্ছু ভালো লাগেনা।
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ অক্টোবর, ২০১৫, ০৫:৪১:২৭ বিকাল
তিতা খেলে মিঠা লাগে
মিঠা খেলে তিতা
রীতা মিতা ভাব বোঝেনা
করতাম আমি কিতা।
ভাব বোঝেনা শাহানা
ভাব বোঝেনা শীতা
বেটে বলে লাগছেনা আর
হচ্ছেনা কেউ মিতা।
কিতা করতাম আমি
কিতা কিতা কিতা
কচু গাছে ট্রাই মারছিলাম
খুলে জুতার ফিতা।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করলিরে তুই কিতা!
"হেডঅফিসে" গন্ডগোল যে-
বুঝতে পারেন নি তা !!
মন্তব্য করতে লগইন করুন