=/=যদি=/=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৯:১৭ সকাল
দেহ তোর মনটা আমায় দে
এই নে ছুরি বুকে বসিয়ে দে
যদি না দিবি মন
খুন আমার তুই ঝরিয়ে দে
ক্ষত বিক্ষত করে মাড়িয়ে দে
যদি না দিবি মন।
ঘর আমার আগুন জ্বালিয়ে দে
ছাই ভস্ম বাতাসে ছড়িয়ে দে
যদি না দিবি মন
মন আমার ঝাঝরা করে দে
এই নে বর্শা দে চালিয়ে দে
যদি না দিবি মন।
বিষয়: বিবিধ
৯০৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন