সিবিএফ কাতার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪১:৪৪ দুপুর



আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সিবিএফ কাতার প্রবাসী ব্লগারদের উদযোগে ঈদ পূণর্মীলনি-২০১৫ এর আয়োজনের প্রস্তাব উথাপন করছি, আগ্রহী সকল ভাইবোনদের কমেন্ট করে তাদের অভিব্যক্তি প্রকাশ করার অনুরোধ করছি।

- কিভাবে

- কোথায়

- কেন এই জাতীয় যত প্রশ্নবোধক আছে কমেন্ট বক্সে আলাপ আলোচনা হতে পারে।

বিষয়: বিবিধ

১১২৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340347
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৯
নাবিক লিখেছেন : আমরা যারা বঙ্গদেশে আছি, আমাদেরও তো কিছু একটা করা উচিত।
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৫
281749
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বঙ্গদেশে এসব চলবে না, জিহাদী কর্মকান্ড চালালোর অভিযোগে উল্টো পুলিশের হাতে ধরা খাওয়ার সম্ভাবনা মোটেও উড়িয়ে দেয়া যায়না।
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৯
281752
বাকপ্রবাস লিখেছেন : হুম থাকতে হবে সাবধানে
শান্তি চাই কোরবানে
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৫
281777
নাবিক লিখেছেন : :Thinking
340352
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : করাটা ভাল, সুযোগ থাকলে কোথাও বসে করে ফেলুন, কাতারের ব্লগার কারা? সেখানকার স্থান সম্পর্কে আমাদের কোন ধারনা নাই কোন পরামর্শ দিতে পারলাম না। অনেক ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৫
281757
বাকপ্রবাস লিখেছেন : আমার চেনা জানায় কাতারের একটিভ এবং সংগঠক হিসেবে শ্রেষ্ঠ ব্লগার হচ্ছেন আধাশিক্ষিত মানুষ, আশা করি চিনে থাকবেন, অন্য কেই মন খারাপ করবেননা, কারন ব্লগে আমার যাত্রা অনেক পরে, তাই আরো পরিচিত কেউ থাকতে পারেন,আশা করি সবাই এখানে মন্তব্য করে এই আয়োজনে সামিল হবেন, এবং চেনাজানার পথ প্রশস্থ করবেন
340370
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কাতারের ব্লগার ভাইদেরকে স্বাগতম
১৯৯২ সাল থেকে ২০১১ সাল অবধি কাতারে ছিলাম , বিভিন্ন ভাইদের কথা মনে পড়ে আলখোর গার্ডেনে শুমাল গার্ডেনে অনেক বাব পিকনিকে গিয়েছিলাম দুটো জাগাই ভাল ।
পরামর্শ দেওয়ার অধিকার রাখিনা কারন এখন আর কাতার নাই তবু শুমাল গার্ডেনের প্রস্তাব দিলাম
আমাদের মাওলানা রিজাউল করিম ভাই সম্ভবত মজলিশে শুরার সদস্য ( বাংলাদেশ কুরআনসুন্নাহ পরিষোধ) ব্লগেতো বেচারা নাই কারোর পরিচিত হলে আমার সালাম বলবেন
ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৯
281780
বাকপ্রবাস লিখেছেন : পরামর্শ এর জন্য খুবই ধন্যবাদ, আপনার সালাম পৌঁছানোর দায়িত্ব ব্লগার আবু তাহের মিয়াজি ভাইকে দেওয়া হবে, কোরান সুন্নাহর সাথে মিয়াজি ভাই এর যাতায়াত আছে
340386
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ভিসা পাঠান, এই সুযোগে কাতার ঘুরে আসি!!
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
281795
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম, নকল ভিসা হইল চলবে? আসল নাইTongue
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
281802
আবু সাইফ লিখেছেন : পূণর্মিলনী যদি "নকল" হয় তবে নকল ভিসাতেও চলবে!Don't Tell Anyone Winking)
340407
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশে আর ভাল লাগেনা!! এই সুযোগে কাতার যাওয়া যায়??
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
281806
বাকপ্রবাস লিখেছেন : বিদেশে কেমন মজা জামাল ভাই সেম্পল আছে ওখানে
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
281814
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশে বউ এর অত্যাচারের চেয়ে বেশি মজা না নিশ্চয়ই!!
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
281822
বাকপ্রবাস লিখেছেন : নদীর এ পার করে ;;;;;;;;;;;;;;
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৮
281841
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগে নিয়ে যান তারপর দেখেন কি বলি???
340423
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্কাইপে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিন।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
281824
বাকপ্রবাস লিখেছেন : আলু আর চনার ব্যাবস্থা হলে মন্দ হয়না
340496
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। কাতারে কোন জায়গা পরিচিত নেই, কাতার প্রবাসী ব্লগারেরা ঈদ মিলন সফল করবে এটাই প্রত্যাশা।
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:০৭
281976
বাকপ্রবাস লিখেছেন : ইনশোআল্লাহ
340499
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩০
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঈদের পরেরদিন করলে কেমন হয়।
আর আধা শিক্ষিত ভাইয়ের সাথে কথা বলতে পারেন।
উনি সাথে থাকলে খানাটা মজা হবে।
আমিত একটু পুটির বাবার নেয়
তাই খাবারদাবারে মন থাকে বেসি।
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:০৮
281977
বাকপ্রবাস লিখেছেন : নজরুল ভাই এর সাথে বসে ফাইনাল করব ইনবক্সে কথা হয়েছে হালকা
340578
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:০৩
কাহাফ লিখেছেন : সাউদি আরবস্হ রিয়াদের মুহতারাম ব্লগার ভাইয়েরা 'ঈদ আনন্দ ভ্রমন'এর নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন!
আপনারা তাদের এই মহতি আয়োজনে যোগ দিতে পারেন!
সময়-স্হান ইনশা আল্লাহ জানানো হবে!
সাথে সাথে অন্তরিক দাওয়াতও রইল!!
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:০৯
281978
বাকপ্রবাস লিখেছেন : অনেক অনেক শুকরিয়া দাওয়াত এর জন্য
যদিও যেতে পারবনা তবুও হলাম ধন্য
১০
340671
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হবে এবার কাতারে,
থাকতাম যদি আহারে।
দিবেন কিন্তু ডিজিটাল ছবি
আয়োজন খানা খাইদ্য সবি।
ঘোলে মিটামু দুধের সাধ,
সাথেই থাকবো যাব না বাদ।
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
282100
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File