- ভেবে দেখ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৯:৪৬ রাত



ভালো যদি নাই বাসবে হাসলে কেন তবে?

আমিতো হায় ভেবেছিলাম শুরু হল সবে।

ভেবে দেখ

দেখে শেখ

বসন্তটা চলে গেলে তখন কীযে হবে!!

এমন করেই হয়েছিল সুমন নাহার প্রেম

মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে বাড়ায়নিতো জ্যাম

যদিও এখন

কিংবা তখন

ঝগড়াঝাটি কম ছিলনা নিত্য ছিল ব্ল্যাম।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339995
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৭
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৬
281401
বাকপ্রবাস লিখেছেন : Bee Bee Bee Bee Bee
339999
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫৩
নাবিক লিখেছেন : আহা প্রেম, এখন এটা শুধুই একটা game.
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০১
281407
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor শেইম শেইম শেইম
340005
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪২
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৬
281410
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Crying Crying
340080
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৮
মাজহারুল ইসলাম লিখেছেন : এখন প্রেম হয় তবে বেশি হয় পরকীয়া। শুধু বিবাহিত মহিলারা পরকীয়া করেনা অবিবাহিত মেয়েরাও পরকীয়া করে। যেমনঃ এক জনকে বলে তুমি আমার জান আরেক জনকে বলে তুমি আমার প্রান।
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫২
281489
বাকপ্রবাস লিখেছেন : এক জনকে বলে তুমি আমার জান
আরেক জনকে বলে তুমি আমার প্রান
শয়তান সব শয়তান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File