- আশা পুরন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫১:০২ দুপুর
গ্রামের ছেলে আমি পেটের দায়ে রিকশায়
লিখাপড়া করিনাই করতে এখন মন চায়।
মন চায় গ্রামে যাই কাটি সাঁতার নদিতে
যাবার কি উপায় আছে আটকে আছি যদিতে।
বৃষ্টিতে রাজধানী জমে পানি পথঘাট ডুবাইল
ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল।।
রিকশাটা ছেড়ে দিয়ে হয়ে গেলাম মাঝিরে
বিশ টাকা উঠানামা যদি থাকেন রাজিরে
ফার্মগেট যাবনা পানি কম সেখানে
বউবাজার যেতে পারি শুক্রাবাদ যেখানে।
বৃষ্টিতে রাজধানী জমে পানি পথঘাট ডুবাইল
ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল।।
ও মাঝিরে তুই যাস কোথায়রে গানটা
কতো যে শুনেছি ভরে যেত প্রাণটা।
সেই গান গায় লোকে দেখে আমার নাওরে
বর্ষায় মজা তাই ভাড়া মারি ফাওরে।
বৃষ্টিতে রাজধানী জমে পানি পথঘাট ডুবাইল
ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল।।
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"নৌকা পছন্দ না? ঘর থেইকা বাইর অইতে দিমুনা নৌকা ছাড়া"
মন্তব্য করতে লগইন করুন