- আশা পুরন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫১:০২ দুপুর



গ্রামের ছেলে আমি পেটের দায়ে রিকশায়

লিখাপড়া করিনাই করতে এখন মন চায়।

মন চায় গ্রামে যাই কাটি সাঁতার নদিতে

যাবার কি উপায় আছে আটকে আছি যদিতে।

বৃষ্টিতে রাজধানী জমে পানি পথঘাট ডুবাইল

ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল।।


রিকশাটা ছেড়ে দিয়ে হয়ে গেলাম মাঝিরে

বিশ টাকা উঠানামা যদি থাকেন রাজিরে

ফার্মগেট যাবনা পানি কম সেখানে

বউবাজার যেতে পারি শুক্রাবাদ যেখানে।

বৃষ্টিতে রাজধানী জমে পানি পথঘাট ডুবাইল

ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল।।


ও মাঝিরে তুই যাস কোথায়রে গানটা

কতো যে শুনেছি ভরে যেত প্রাণটা।

সেই গান গায় লোকে দেখে আমার নাওরে

বর্ষায় মজা তাই ভাড়া মারি ফাওরে।

বৃষ্টিতে রাজধানী জমে পানি পথঘাট ডুবাইল

ঢাকা শহর আইসা আমার আশা পুরাইল।।


বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339192
০২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৫
রক্তলাল লিখেছেন : নৌকায় ভোট না দেওয়াতে জেদ করেই নৌকায় চড়ানো হচ্ছে।
"নৌকা পছন্দ না? ঘর থেইকা বাইর অইতে দিমুনা নৌকা ছাড়া"
339202
০২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩০
নাবিক লিখেছেন : লও ঠ্যালা
০২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৬
280602
হতভাগা লিখেছেন : এরকম আর দিন সাতেক বৃষ্টি হলে পাল তোলা সাম্পান নিয়ে আসবেন
339236
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
শেখের পোলা লিখেছেন : পাতাল রেল চলু হলে পানি সব সেখানে জমা করে রাখা হবে পরে দমকল দিয়ে বাইরে ফেলা হবে৷
339302
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাসা হইল!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File