- ঘুরপাক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৭:৩২ দুপুর
কিছু কবিতা আর কিছু চিঠি
একটা চিরকুট সম্পর্কের ইতি।
তারপর জানিনা আর কে কোথায়
আর আমি ঘুরপাক খাই মাঝরাস্তায়।।
কিছু গান আর কিছু স্মৃতি
কিছু অনুভূতি আর কিছু বিস্মৃতি।
তারপর সবকিছু তালগোল খায়
আর আমি ঘুরপাক খাই মাঝরাস্তায়।।
কিছু সময় আর কিছু দুঃসময়
কিছু কথা আর বলার নয়।
খোলা আকাশ যার প্রান্তসীমা নাই
আর আমি ঘুরপাক খাই মাঝরাস্তায়।।
বিষয়: বিবিধ
৮৬৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
মন্তব্য করতে লগইন করুন