- তোমরা যারা মরতে চাও
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৮:০৩ সন্ধ্যা
দিয়েছিলাম গলায় দড়ি
ঝুলতে গিয়ে ফেনে
উেল্টো দেখি ঝুলছে ফেন
দড়িখানা টেনে।
বাজার থেকে কিনেছিলাম
এক শিষি বিষ
মরনতো আর দেয়না ধরা
ভেজাল অহর্ণিশ।
ভাবলাম এবার ডুবেই মরি
দিতে গিয়ে ঝাপ
সাঁতারটাতো হয়নি শেখা
ওরে বাপরে বাপ!
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"একটা শিশি বিষ" ও ফেল মারলো?
ছবিটা কিন্তু দারুণ!!!
মন্তব্য করতে লগইন করুন