- টাকার গান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ আগস্ট, ২০১৫, ০৬:৫০:০৫ সন্ধ্যা
সব টাকাতো এক নয় আছে মানের ব্যবধান
ডলার আর টাকা কিন্তু নয়রে বোকা এক সমান।
টাকার মান উঠে নামে ক্রয় ক্ষমতার বিচারে
ইচ্ছে মতন ছাঁপাও যদি নামবে আরো নিচারে।
টাকার মান বাড়াতে হলে বাড়াতে হবে উৎপাদন
বাড়াতে হবে রপ্তানিটা আর দূর্নীতিটার উৎপাটন।
আমাদানিটা কমাতে হবে ধরতে হবে রাশ ধরে
সবাই যেন গর্ব ভরে নিজেদের পণ্য ক্রয় করে।
তবেই বাড়বে টাকার মান বাসলে ভালো দেশটাকে
দমাতে হবে বিলাশপণ্যের আসক্তি আর রেশটাকে
আসুন তবে সবাই মিলে বাড়াই টাকার মানটাযে
অবাক বিশ্ব গাইবে তখন বাংলা টাকার গানটাযে।
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কালনাগীনি গেলে তবে
মন্তব্য করতে লগইন করুন