- টাকার গান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ আগস্ট, ২০১৫, ০৬:৫০:০৫ সন্ধ্যা



সব টাকাতো এক নয় আছে মানের ব্যবধান

ডলার আর টাকা কিন্তু নয়রে বোকা এক সমান।

টাকার মান উঠে নামে ক্রয় ক্ষমতার বিচারে

ইচ্ছে মতন ছাঁপাও যদি নামবে আরো নিচারে।

টাকার মান বাড়াতে হলে বাড়াতে হবে উৎপাদন

বাড়াতে হবে রপ্তানিটা আর দূর্নীতিটার উৎপাটন।

আমাদানিটা কমাতে হবে ধরতে হবে রাশ ধরে

সবাই যেন গর্ব ভরে নিজেদের পণ্য ক্রয় করে।


তবেই বাড়বে টাকার মান বাসলে ভালো দেশটাকে

দমাতে হবে বিলাশপণ্যের আসক্তি আর রেশটাকে

আসুন তবে সবাই মিলে বাড়াই টাকার মানটাযে

অবাক বিশ্ব গাইবে তখন বাংলা টাকার গানটাযে।

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337847
২৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
279468
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
337850
২৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হবে নারে ভাই হবে না এই দেশে হবে না
২৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
279469
বাকপ্রবাস লিখেছেন : হবেরে ভাই হবে হবে
কালনাগীনি গেলে তবে
337859
২৫ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অর্থনৈতিক ছড়া!!
২৬ আগস্ট ২০১৫ সকাল ১১:১৮
279477
বাকপ্রবাস লিখেছেন : এটাইতো আসল, টাকা ছাড়া একদিনও কি চলে?
337861
২৫ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
নাবিক লিখেছেন : টাকা টাকা টাক, টাকা বিনে জীবনটাই ফাঁকা।
২৬ আগস্ট ২০১৫ সকাল ১১:১৮
279478
বাকপ্রবাস লিখেছেন : কমেন্ট কিন্তু ঝাকানাকা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File