উপদ্রপ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ আগস্ট, ২০১৫, ১২:৪১:১৪ দুপুর
বাজার থেকে কিনেছিলাম ইঁদুর মারার বিষ
চেটেপুটে খেয়ে সাবার পারলে আরো দিস।
একটু মাথা ঘুরে আর ঝাপসা একটু দৃষ্টি
খেতে ভীষণ মজা আহা টক ঝাল মিষ্টি।
ভেবেচিন্তে আনালাম এবার ছোট্ট একটা বিলাই
বয়েস কম তাই তারে দিনে রাতে খিলাই।
দু'দিনেই নাদুস নাদুস হল মোটা তাজা
রাখছেনা আর হাড়ি পাতিল পেলে মাছ ভাজা।
ভাবি তবু সহ্য করি মরলে ইঁদুর আচ্ছা
বিড়াল এবার ছানা দিল ফুটফুটে বাচ্চা।
সারা ঘরে মিয়াও মিয়াও খাটের নিচে দেখি
বাচ্চাগুলো ইচ্ছে মতন রাখল করে একি!
ইঁদুর কোথায় দেখছিনা আর বাঁচা গেল তবে
গ্রীষ্ম গেল বর্ষা গেল শীত আসল সবে।
লেপ তোষক রোদে দেব আলমারিটা খুলি
কেটে কুটে করল সাবার হাসছে তুলার ধূলি।
বি.দ্র. : দুএকদিনে পোষ্ট করা আমার অনেকগুলো লিখা কোথাও দেখছিনা, আমার ওয়াল এবং ব্লগ কোথাও নেই, কাহিনা কি বুঝতে পারছিনা। কারো কাছে জানা থাকলে কমেন্ট করবেন প্লিজ। সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি।
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টম এন্ড জেরি!!
মন্তব্য করতে লগইন করুন