- অব্যক্ত পংক্তিমালা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৫, ০১:৪৬:৪৯ রাত

রোজই ভাবি বলেই ফেলি

ভাবতে ভাবতে পাউরুটি জেলি।

বলতে বলতে আর হয়না বলা

চলতে চলতে পথ একলা চলা।

গুলতে গুলতে সব গুলিয়ে ফেলি

বন্ধুরা বলে চল ক্রিকেট খেলি।

খেলাতে আমার নেইযে মনটা

মেঘ জমে আছে মনের কোনটা।


শপথ নিলাম আজ বলবই তাকে

টিফিন পিরিয়ড কিংবা ছুটির ফাঁকে।

যতই কাঁপুক বুক ধুক ধুক করে

গুজিয়ে দেব চিঠি তার হাতটা ধরে।

শুকিয়ে গেছে গলা পানি পানি

হবে নাকি বল একটু খানি।

বাড়িয়ে দিল সে ব্যাগটা খুলে

কি জানি বলার ছিল গেছি ভুলে।


স্কুল পেরিয়ে যখন কলেজ বারান্দায়

কোথায় গেছে সে আর জানা নায়।

খুঁজেছি তাকে কতো আসতে যেতে

রিক্সা বাস কিংবা ঈদের মার্কেটে।

ছিলাম তখন আমি কত যে ভিরু

শত চেষ্টায় হওয়া গেলনা হিরু।

কৈশরিক দিনগুলি এমনই হয়

তাইতো জীবন এতো কাব্যময়।

বিষয়: বিবিধ

৯০০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336763
১৯ আগস্ট ২০১৫ রাত ০২:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই বুকটা ধুক ধুক করে কাঁপে,নাকি ধুপ ধুপ ।হে হা হু।
১৯ আগস্ট ২০১৫ রাত ০৩:২২
278526
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor চেন্জ করলাম একটু
336782
১৯ আগস্ট ২০১৫ রাত ০৪:২৯
নাবিক লিখেছেন : দারুণ
336807
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৮
হতভাগা লিখেছেন : ছেলেদের বুক ফাটে তো মুখ ফোটে না
336824
১৯ আগস্ট ২০১৫ সকাল ১০:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাকে কি বলতে পারলেন না???
এখন বলেন!!!
336845
১৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কৈশরিক দিনগুলি এমনই হয়

তাইতো জীবন এতো কাব্যময়।
Thumbs Up

:D/ :D/ Applause Applause
336853
১৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:২২
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : দারূনস----- Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File