- বাবারে বাবা (২)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৫, ১১:৫০:০০ সকাল
বাবা তোমার শোকে এতই কাতর পোলাপান
মোড়ে মোড়ে চান্দা তুলে গান্জার সাথে বাবার গান।
কি যে ভীষণ ব্যস্ত তারা শোকের মাস জুড়ে
তুমিই ধ্যান তুমিই জ্ঞান গাইতে থাকে সুরে।
ছাত্রলীগ বানাইলা বাবা আজব বাংলাদেশে
বাবার নামে চান্দার টাকায় গান্জা টানে শেষে।।
শোক দিবসের দোয়া মাহফিলে চলে নাচ গান
যদি ভাবো মিথ্যা বলছি টেনে দিও কান।
নবীর সাথে তুল্য করে পারলে উঠায় আরো
বাকী রইল দ্বীনইবাবা আকবর যেমনতরো।
আওয়ামিলীগ বানাইলা বাবা আজব বাংলাদেশে
বাবার নামে খাচ্ছে লুটে খাচ্ছে চুষে চুষে।
বাবা তোমার কন্যারা আগের মতো নাই
ইডেন কলেজ গিয়ে দেখ রাতের পূর্ণিমায়।
সেইসব কথা নাইবা শুনলে শোকের কথা বলি
ধানমন্ডির বেদিতে ফুলটা ছুড়ে করল চুলাচুলি।
ছাত্রীলিগ বানাইলা বাবা আজব বাংলাদেশে
এমন কোমল স্বভাব চরিত্র কেবল হাসি আসে।
বিষয়: বিবিধ
৪৭৭০ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-মনেহলো এই লোকের কয়টি পিতা! পরে চিন্তা করলাম এই জামানায় এটি কোন ব্যপারিই নয়।
শোক কাতুরে নাচ আসরে দেখে চুলোচুলি৷
এইটা ডিজিটাল শোক(সুখ)!!
মন্তব্য করতে লগইন করুন