সকালটা আজ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ আগস্ট, ২০১৫, ১২:১৮:৩৫ দুপুর
সকালটা আজ অন্য রকম
অন্যরকম সবই
তুমি থাকলে পাশে, আমি
বনে যাই কবি।
সকালটা আজ মিষ্টি
যেদিকে তাকায় দৃষ্টি
তুমি থাকলে পাশে, আমার
কাব্য অনাসৃষ্টি।
সকালটা আজ টক
করছি যে বকবক
তোমায় নিয়ে স্বপ্ন আমার
দিগ্বিজয়ের ছক।
সকালটা আজ তিতা
লাগছে তবু মিঠা
তুমি সঙ্গে থাকলে আমার
পরোয়া করিনা চিতা।
সকালটা আজ ঝাল
গরাম চা'য়ে গাল
শুধু তোমাকেই ভাবতে গিয়ে
লেগে গেছে গোলমাল।
বি.দ্র. ইমতিদার ছবিটা দেখে এই কাব্য'র সূত্রপাত এবং অনুমতি না নিয়ে ছবি ব্যবহার, না জানি আবার কি টক-ঝাল শুরু হয়ে যায়......
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলত, ধ্যুর মিয়া সবাই হিন্দু মনে করবে হা হা হা
কিছু কিছু সকাল অন্যরকমই হয়।
মন্তব্য করতে লগইন করুন