কালা বাবা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ আগস্ট, ২০১৫, ১১:৫৩:৪১ সকাল



তোর পায়ে এতো মধু করলে জাদু ওরে বাবা

সে পায়ে পড়ে থাকি দিবা রাতি আমি হাবা

ও বাবা তুই ভরসা লোভ লালসা করতে মানা

তুই ছাড়া নাইযে উপায় সেই কথাটা আছে জানা।

তুই যে পীর বাবা আমি হাবা রাত কানা

তোরে ছাড়া কিছু দেখিনা বাবা আমি জাত কানা।।


বাবা তোর গায়ের কালার আমি হালার কিছু বুঝিনা

কোথায় পাইলি এমন রং সেই কথাটা আর কইলিনা।

যা'হোক এবার সেইসব কথা আসল কথা লেনাদেনা

কবে বাবা নেতা হমু চান্দাবাজি ভাললাগেনা।

তুই যে পীর বাবা আমি হাবা রাত কানা

তোরে ছাড়া কিছু দেখিনা বাবা আমি জাত কানা।।


বাবা তোর পায়ে পড়ি মরি মরি আমি হাবা

কথা দাও শিখাই দিবা চালের ঘুটি খেলা দাবা।

কোন কৌশলে রাস্তা তোমার ফুল ক্লিয়ার নাইতো জানা

তাইতো বাবা তোমার পায়ে ঠাঁই নিয়েছে অধম কানা।

তুই যে পীর বাবা আমি হাবা রাত কানা

তোরে ছাড়া কিছু দেখিনা বাবা আমি জাত কানা।।

বিষয়: বিবিধ

৫১৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334676
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মজা পেলুম ভাইজান..!
334677
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৫
Sada Kalo Mon লিখেছেন : এইডা কোন ধরনের বাবা আবার! আজব নাম!বাবারা তো নেতা হয়না!! Tongue Tongue Tongue
334679
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:২২
হতভাগা লিখেছেন : কয়েকদিন আগে লিয়াকত সিকদারের পায়ের কাছে বসে এরকম দোয়া নিয়েছিল ছাত্রলীগের নতুন কমিটির পোলাপানরা ।




বিএনপির সিনিয়র নেতাদের নেড়ি কুত্তার মত পেটানোর হুমকি দিয়ে ভালই দাম পাচ্ছে নাজমুল ভাই।
334680
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৫
জ্ঞানের কথা লিখেছেন : এ কেমন করে ছাত্র! হয়? তাহলে ছাত্র কে? কি আজব দেশ! যার ছাত্র ও শিক্ষক একই! হায় হতভাগা বাংগালী তুমি তো গেছো অতল তলে। কে তোমাকে তুলবে সেখানে থেকে? বড়ই অভাব আজ সুজনের।
334686
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দয়াল বাবা কলা খাবা....
335757
১৪ আগস্ট ২০১৫ সকাল ০৭:১০
তহুরা লিখেছেন :
335812
১৪ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এগুলো ছাত্র রাজনীতির নামে কলংক, সুন্দর কবিতাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File