স্বপ্ন ফেরি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ আগস্ট, ২০১৫, ০২:০১:১৪ দুপুর



তোকে নিয়ে স্বপ্ন হাজার

তোকে নিয়েই ভয়,

সহজ নয়তো চলার পথ

কখন কি'যে হয়।

খোলা আছে বিশাল আকাশ

মুক্ত পাখির মতো,

ইচ্ছে হলেই উড়াল দিবি

সাধ্যে কুলোই যত।

পথটা তবে নয়তো সহজ

দেখতে সাদা মাটা,

চলতে গিয়ে বুঝবি নিজেই

বিশাল ফারাক টা।

শেয়াল আছে শকুন আছে

আছে হিংস্র হায়না,

বুঝে শুনেই চলতে হবে

হাল টা ছাড়বিনা।

হাজার জনের হাজার পথ

ডাকবে তোকে রোজ,

তোকে কিন্তু নিজের পথটা

নিতে হবে খোঁজ।

যখন আমি লীন দিগন্তে

ভাবিসনা তুই একা!

তোর কাছে স্বপ্ন আমার

আছে পুতে রাখা।

তোকে নিয়েই স্বপ্ন আমার

তোকে নিয়েই ভয়,

ভাঙ্গা গড়ার জীবন তবু

স্বপ্ন দেখতে হয়।

বিষয়: বিবিধ

৮৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334467
০৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৫
ফরিদুল ইসলাম তুষার লিখেছেন : ভয় আর ভয়,
এর মাঝেই বেচে থাকতে হয়।।
334473
০৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ, কবি সাহেব । ধন্যবাদ..
334492
০৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
334498
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১৭
নাবিক লিখেছেন : অনেক ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File