১৫ই আগস্টের পর বীরের জাতি ঘাতক পরিচয় লাভ করে’

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ আগস্ট, ২০১৫, ১২:১২:২২ দুপুর

একটা ব্যাপার চোখ এড়িয়ে ব্যাক ফুটে চলে যাচ্ছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুনতে সাদামাটা হলেও এর তাৎপর্য অনেক গভীর।

‘১৫ই আগস্টের পর বীরের জাতি ঘাতক পরিচয় লাভ করে’

যে জাতি বীরের হিসেবে পরিচিত ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর ঘাতকের জাতি হিসেবে পরিচয় লাভ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে আবহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এখানে যে ব্যাপারটা লক্ষ্য করার বিষয় সেটা হলো, এখানে বলা হয়নি একটা গোষ্ঠী, এখানে পুরো জাতিকে উল্লেখ করা হয়েছে।

ব্যাখ্যা করতে যাবনা, নিজ তাগিদেই বুঝে নেবেন।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334065
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৭
হতভাগা লিখেছেন : আপনার এই জিজ্ঞাসার ভাল উত্তর দিতে পারতেন সাংবাদিক সিরাজুর রহমান ।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৪
276213
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : তিনি তো মরহুম জনাব!
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৯
276248
হতভাগা লিখেছেন : তাহলে তো সব গেল । অফ দ্যা টপিক বিবিসির সাক্ষাৎকারে কিছু একটা বলা হয়েছিল , যেটার সাক্ষী ছিলেন উনি।
০৬ আগস্ট ২০১৫ রাত ১০:০৫
276306
বাকপ্রবাস লিখেছেন : সিরাজুর রহমান বার বার বলে সতর্ক করে দিয়েছিলেন, নিশ্চয় কেউ কেউ বিশ্বাস করেনি, এখন আবার শুনল প্রজন্ম নিজের কানে, সুতরাং এটা এক বড় দলীল, কেন তিনি রাজনীতি করেন কি উদ্দেশ্য এবং সিরাজুর রহমান এর আশংকা সবই সত্য প্রমাণ হলো আরেকবার
334076
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! গভীর বিশ্লষন! যাযাকুমুল্লাহ!
০৬ আগস্ট ২০১৫ রাত ১০:০৬
276307
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাকুম আসসলাম, বাংগালী জাতির উপর ক্ষোভ যেটা আগেও বলেছিল আজও বলে যাচ্ছে, যে ক্ষোভ কবে প্রষমিত হবে আল্লাহই ভালো জানেন
334094
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হতভাগা লিখেছেন : আপনার এই জিজ্ঞাসার ভাল উত্তর দিতে পারতেন সাংবাদিক সিরাজুর রহমান । (?)
অনেক ধন্যবাদ..
০৬ আগস্ট ২০১৫ রাত ১০:০৭
276308
বাকপ্রবাস লিখেছেন : আল্লাহ মরহুমকে জান্নাত নসীব করুন, মেডাম এর গতিবিধী তিনিই ভালো করে বিশ্লেষণ করে গেছেন, এটা জাস্ট একটা মিথ, আগের বলাটা আবার বলেছে মাত্র।
334121
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১৮
ইবনে আহমাদ লিখেছেন : এটা নতুন কি। এর আগে আরো অনেক বার জাতীকে এরকমই কথা শুনতে হয়েছে।
সমস্যা হল - এত ঘৃণা জাতীয় নেতা আর কোথাও আছে কি না؟

০৬ আগস্ট ২০১৫ রাত ১০:০৮
276309
বাকপ্রবাস লিখেছেন : হুম আপনার কথাটা খুবই সত্য, তবে আরো সত্য একটা ক্ষোভ আর প্রতিশোধ এর খেলা চলছে পুরো জাতির উপর
334134
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৭
রক্তলাল লিখেছেন : বীরের জাতি কখনো ঘাতকের বা কাপুরুষের জাতিতে পরিণত হয়না।

যখন তারা গণতন্ত্রের জন্য যে কাউকে ছাড়েনা তখন বীরের জাতির মর্যাদা আরো বাড়ে।

০৬ আগস্ট ২০১৫ রাত ১০:০৯
276311
বাকপ্রবাস লিখেছেন : পুরো জাতিকে দোষারূপ এর মাধ্যমে একটা ক্ষোভ আর প্রতিষোধের কারন বুঝকে আশা করি কারো আর সমস্যা হবেনা
334145
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জাতি কিন্তু এখনও তাই আছে তাই একই প্রতিক্রিয়া হওয়া অসম্ভব কিছু নয়।
০৬ আগস্ট ২০১৫ রাত ১০:১০
276312
বাকপ্রবাস লিখেছেন : জাতির প্রতি ক্ষোভ, প্রতিশোধ এর একটা চলমান প্রক্রিয়ায় আমরা অতিবাহিত হচ্ছি, এই সিম্পল কথাটা নতুন প্রজন্ম না বুঝলে বড় ক্ষতি হচ্ছে এবং হতে থাকবে সেই আশংকায় আছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File