১৫ই আগস্টের পর বীরের জাতি ঘাতক পরিচয় লাভ করে’
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ আগস্ট, ২০১৫, ১২:১২:২২ দুপুর
একটা ব্যাপার চোখ এড়িয়ে ব্যাক ফুটে চলে যাচ্ছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুনতে সাদামাটা হলেও এর তাৎপর্য অনেক গভীর।
‘১৫ই আগস্টের পর বীরের জাতি ঘাতক পরিচয় লাভ করে’
যে জাতি বীরের হিসেবে পরিচিত ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর ঘাতকের জাতি হিসেবে পরিচয় লাভ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে আবহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এখানে যে ব্যাপারটা লক্ষ্য করার বিষয় সেটা হলো, এখানে বলা হয়নি একটা গোষ্ঠী, এখানে পুরো জাতিকে উল্লেখ করা হয়েছে।
ব্যাখ্যা করতে যাবনা, নিজ তাগিদেই বুঝে নেবেন।
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ..
সমস্যা হল - এত ঘৃণা জাতীয় নেতা আর কোথাও আছে কি না؟
যখন তারা গণতন্ত্রের জন্য যে কাউকে ছাড়েনা তখন বীরের জাতির মর্যাদা আরো বাড়ে।
মন্তব্য করতে লগইন করুন