- দূরে থেকো একটা দিন বন্ধু আমার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ আগস্ট, ২০১৫, ১২:৫৩:১৫ দুপুর
সারা বছর তোকে চাই
একটা দিন বাদে
যে দিবসে বন্ধুর নামে
ছিছ কাঁদুনি কাঁদে।
যে দিবসে নারী পুরুষ
উচ্ছন্যে যায় মিশে
বন্ধু দিবস নামটা করে
যৌনতা খায় পিশে।
সেদিনও তুই বন্ধু আমার
উইশ করিনা তায়
ভন্ডামিটা অপ্রিয় ভীষণ
তুইতো জানিস ভাই।
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভন্ডামিটা অপ্রিয় ভীষণ তুইতো জানিস ভাই। সহমত।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন