বৃষ্টি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জুলাই, ২০১৫, ০১:৫৭:৫৩ দুপুর



- বৃষ্টি এবং নগর কথন

যে পথে রোজ রিক্সা চলে

পানিতে থৈ থৈ

বৃষ্টি বলে আমার কি দোষ

যাবার জায়গা কই?

তোমারা যে ভাই নগর গড়

দখল কর সবই

বৃষ্টি হলেই অভিযোগের

বনে যাও কবি।

বুঝে শুনে নগর বানাও

যাবার পথ রেখে

আসবে বৃষ্টি যাবে চলে

কাজ নেই আর থেকে।

- বৃষ্টি


টিনের চালা ফুটো

বৃষ্টি একাকার

ভিজে ভিজে নষ্ট

ঘরের ফার্ণিচার।

এদিকে দিই থালা

ওদিকে দিই বাটি

বৃষ্টির নাই বোধ

কেবল কান্নাকাটি।

বিষয়: বিবিধ

৭৫১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331690
২৬ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বৃষ্টিতে সব খানে পানি শুধু ওয়াসার লাইনে ছাড়া।
331716
২৬ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩১
লাল সবুজ লিখেছেন : মোগো ডিজিটাল বাংলাদেশের নমুনা। Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File