- চেতনা সংগীত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জুলাই, ২০১৫, ০২:৩৩:১৫ দুপুর
চেতনা যখন চেতে যায়
ধরে রাখা ভীষণ দায়
তখন কি আর থাকে মন
বন্দী পিঞ্জরে।
নাচেরে নাচেরে নাচেরে
জাফর স্যার কেমন সুন্দর নাচেরে।।
দুই পাশে তার দুই পাখী
কোমরে কোমর দেয় ঝাঁকি
চেতনা তখন দ্বিগুণ বাড়ে
উপচে উপচে পড়ে।
নাচেরে নাচেরে নাচেরে
জাফর স্যার কেমন সুন্দর নাচেরে।।
আসুন ভাই চেতনায়
নেচে নেচে চেতা চায়
নইলে দেশের উন্নতি
হবে কেমন করে রে।
নাচেরে নাচেরে নাচেরে
জাফর স্যার কেমন সুন্দর নাচেরে।।
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন