- বৃষ্টির ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ জুলাই, ২০১৫, ১১:১৯:১৩ রাত
বৃষ্টি এলো ঝপ ঝপিয়ে
ঝুম ঝুম ঝুম
চোখে এলো কচ কচিয়ে
ঘুম ঘুম ঘুম।
আয় বৃষ্টি আয়
চাল চুলো নাই
ঘুমের মাঝে ঝাল মুড়ি
কাঁথা বালিশ ওম।
বিষয়: বিবিধ
৯৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন